মন্দা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিল সিঙ্গাপুর

টানা দুই প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনের পর সিঙ্গাপুর মন্দা থেকে বেরিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুর সরকার আরও পূর্বাভাস দিয়েছে যে ২০১০ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে পাঁচ শতাংশ।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে দেশটির মোট দেশজ উত্পাদন (জিডিপি) জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ছিল ১৪ দশমিক ২০ শতাংশ। আর তার আগের প্রান্তিকে এই হার ছিল ২১ দশমিক ৭০ শতাংশ।
এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পবিষয়ক স্থায়ী মন্ত্রী রবি মেনন বলেন, ‘সিঙ্গাপুরের মন্দা শেষ। বিশ্বজুড়েই অর্থনীতি মন্দা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। সিঙ্গাপুর এই বৈশ্বিক ও আঞ্চলিক অগ্রগতি থেকে লাভবান হয়েছে।
বার্ষিক ভিত্তিতে তৃতীয় প্রান্তিকে সিঙ্গাপুরের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৬০ শতাংশ, যেখানে যা তার আগের প্রান্তিকে অর্থনীতি ৩ দশমিক ৩০ শতাংশ হারে সংকুচিত হয়েছিল।

No comments

Powered by Blogger.