সমৃদ্ধ করা ইউরেনিয়াম বিষয়ে পশ্চিমা বিশ্বের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে তেহরান

সমৃদ্ধ করা ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে পরমাণু জ্বালানি তৈরি করার বিষয়ে পশ্চিমা বিশ্বের দেওয়া প্রস্তাবটি বুধবার প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর এএফপির।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে, আইএসএনএকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি বলেন, ‘আমরা অবশ্যই আমাদের সাড়ে ৩ শতাংশ জ্বালানি বিদেশে পাঠাব না। তবে ইরানের ভেতরে ওই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে কোনো চুক্তির প্রস্তাব বিবেচনা করতে রাজি আছি আমরা।’ পাশাপাশি তাঁর দেশের ওপর আরও অবরোধ আরোপের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন মোত্তাকি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে মোত্তাকি বলেন, তেহরান পরমাণু কর্মসূচিবিষয়ক চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি। তবে শর্ত হচ্ছে, পরমাণু জ্বালানির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যবস্থা ইরানেই রাখতে হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রস্তাবে ইরানকে তার স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে তা পরমাণু জ্বালানিতে রূপান্তর করতে ফ্রান্স ও রাশিয়ার কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছিল।

No comments

Powered by Blogger.