সোমালিয়ায় এক নারীকে পাথর মেরে হত্যা

সোমালিয়ায় ব্যাভিচারের দায়ে এক নারীকে পাথর মেরে হত্যা করা হয়েছে। শত শত লোকের সামনে কট্টরপন্থী মুসলিম নেতারা এ হত্যাকাণ্ড ঘটান। জঙ্গি মুসলিম গোষ্ঠী আল-সাহাবের পক্ষের একজন বিচারক বলেছেন, অবিবাহিত এক যুবকের সঙ্গে ওই তালাকপ্রাপ্তা নারীর অবৈধ সম্পর্ক ছিল। তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন এবং পরে একটি মৃত সন্তান জন্ম দিয়েছিলেন।
সোমালিয়ায় মুসলিম চরমপন্থী গোষ্ঠী আল-সাহাবের বিচারে ব্যাভিচারের দায়ে এই নিয়ে দুজন নারীকে পাথর মেরে হত্যা করা হলো। সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অনেকটাই এই গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। সেখানে তারা নিজেদের মতো করে ‘ইসলামি শাসন’ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।
বিভিন্ন খবরে বলা হয়েছে, রাজধানী মোগাদিসুর ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ওয়াজিদ শহরের একটি ছোট্ট গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত নারীকে একটি উন্মুক্ত ময়দানে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা হয়।
আল-সাহাবের বিচারক শেখ ইব্রাহিম আব্দি রহমান বলেন, একই ময়দানে তাঁর অবিবাহিত প্রেমিককেও ১০০টি বেত্রাঘাত করা হয়।
আল-সাহাবের শরিয়া আইন অনুযায়ী কোনো বিবাহিত অথবা তালাকপ্রাপ্তা নারী ব্যাভিচার করলে তাঁকে পাথর মেরে হত্যা করার বিধান রয়েছে। আর কেউ বিয়ের আগে অবৈধ সম্পর্ক করলে তাঁকে ১০০টি বেত্রাঘাত করা হয়।

No comments

Powered by Blogger.