ইসির স্থায়ী প্রেসিডেন্ট হলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

ইউরোপিয়ান কাউন্সিলের (ইসি) স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী হারম্যান ফন রোমপোইকে মনোনীত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। একই সঙ্গে ব্রিটেনের ব্যারোনেস ক্যাথারিনকে ইইউর বাণিজ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে ২৭ জন ইইউ নেতা এ দুজনকে সর্বসম্মতভাবে সমর্থন করেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এর আগে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট পদে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ফের মনোনয়ন দেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই।
নিয়োগ পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে ফন রোমপোই বলেন, প্রত্যেক দেশেরই উচিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া।
৫৩ বছর বয়সী ব্যারনোস অ্যাশটন বলেন, ‘আমিই প্রথম নারী ব্রিটিশ কমিশনার ছিলাম, একই সঙ্গে প্রথম বাণিজ্য কমিশনার হচ্ছি। উচ্চপদে প্রথম মহিলা প্রতিনিধি হিসেবে আমি খুবই আনন্দিত।’

No comments

Powered by Blogger.