জাতিসংঘে বাংলা ভাষা

২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আমাদের প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিয়ে নজির স্থাপন করেছেন। তিনি বাংলা ভাষাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তাঁর এই সুদূরপ্রসারী চিন্তাভাবনার জন্য।
বাংলাদেশের ১৫ কোটি মানুষ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি এবং সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে আরও এক কোটি বাঙালি রয়েছে। সব মিলিয়ে পৃথিবীতে বাঙালির সংখ্যা ২৬ কোটি ছাড়িয়ে গেছে। আফ্রিকার একটি দেশ সিয়েরালিওন বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে ব্যবহূত হয় ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। এর মধ্যে রাশিয়ান ভাষায় কথা বলে বিশ্বের প্রায় ১৭ কোটি মানুষ, আরবিতে কথা বলে বিশ্বের প্রায় ২২ কোটি মানুষ। কিন্তু বাংলায় কথা বলে প্রায় ২৬ কোটি মানুষ। বিশ্বে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। ফলে রুশ ও আরবি যদি জাতিসংঘের অফিশিয়াল ভাষা হওয়ার যোগ্যতা রাখে তাহলে বাংলা কেন পারবে না?
কূটনৈতিক তত্পরতার মাধ্যমে বাংলাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষার স্বীকৃতি আদায় করতে হবে।
সাজ্জাদ হোসেন, ঝিনাইদহ।
sazzaddx@yahoo.com

No comments

Powered by Blogger.