রাউলিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দিতে আপত্তি করেছিল বুশ প্রশাসন

হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান থেকে বঞ্চিত হয়েছেন। কারণ, কয়েকজন মার্কিন রাজনীতিক বিশ্বাস করতেন, লেখিকা রাউলিং ‘ডাকিনীবিদ্যা উত্সাহিত’ করেছেন। বুশ প্রশাসনের সাবেক একজন কর্মকর্তা এ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাষণ লেখক ম্যাট লাটিমার বলেন, বুশ প্রশাসনের কয়েকজন সদস্য বিশ্বাস করতেন যে জে কে রাউলিংয়ের বই মায়াবিদ্যাকে উত্সাহিত করছে। যার ফলে রাউলিং কখনো প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পাননি। লাটিমারের নতুন বই স্পিসলেস: টেলস অব এ হোয়াইট হাউস সারভাইভর বইয়ে এ দাবি করা হয়েছে।
বইয়ে লাটিমার লিখেছেন, ‘সংকীর্ণ ভাবনা’র কারণে হোয়াইট হাউসের কর্মকর্তারা রাউলিংকে বেসামরিক সম্মান দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়ে থাকে। সাহিত্যিক জন স্টেইনব্যাক ও হারপার লি এ পদক পেয়েছিলেন।

No comments

Powered by Blogger.