ভিডিওচিত্রে গিলাদ শালিতকে স্বাস্থ্যবান দেখা গেছে

২০০৬ সালে অপহূত ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে ভিডিওচিত্রে ক্ষণিকের জন্য হাসতে দেখা গেছে। ছবিতে তাঁকে স্বাস্থ্যবান দেখা গেছে। শুক্রবার দুই মিনিটের ওই ভিডিওচিত্রটি ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ভিডিওচিত্রে দেখা যায়, গিলাদ শালিতের (২৩) হাতে আরবি ভাষার পত্রিকা প্যালেস্টাইন। পত্রিকাটি ১৪ সেপ্টেম্বরের। ২০ ফিলিস্তিনি নারীবন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে ভিডিওচিত্রটি হস্তান্তর করে হামাস।
এতে প্লাস্টিকের একটি চেয়ারে বসে হিব্রু ভাষায় একটি বিবৃতি পড়ে শোনান গিলাদ শালিত। এ সময় তাঁর পরনে ছিল জলপাই রঙের পোশাক। তাঁকে বেশ শান্ত দেখাচ্ছিল। গিলাদ শালিতের দাড়ি ছিল কামানো এবং চুল ছিল বেশ পরিপাটি। তিনি বলেন, অপহরণকারীরা তাঁর সঙ্গে বেশ ভালো আচরণ করেছে।
ভিডিওচিত্রে শালিত বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি মুক্তির আশায় দিন গুনছি। আশা করছি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করবে না।’

No comments

Powered by Blogger.