কানাডায় সন্ত্রাসী হামলা পরিকল্পনাকারীর সাত বছরের কারাদণ্ড

কানাডার পার্লামেন্ট ভবন, পুলিশ সদর দপ্তর এবং আণবিক শক্তি কেন্দ্রে ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করার পরিকল্পনার দায়ে ‘টরন্টো-১৮’ ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম সদস্য মোহাম্মদ দিরাইকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন টরন্টো ব্রামপটনের উচ্চ আদালত। বিচারপতি ব্রুস ডুরনো তাঁর রায়ে বলেন, সোমালি বংশোদ্ভূত দিরাইয়ের অপরাধ কানাডীয় জাতীয় মূল্যবোধের মর্মমূলে আঘাত করেছে।
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী একটি শহরে ২০০৫ সালের আগস্টে ট্রাকভর্তি আগ্রেয়াস্ত্র এবং অ্যামোনিয়াম নাইট্রেটের বস্তা নামানোর সময় পুলিশের হাতে কয়েকজন সঙ্গীসহ গ্রেপ্তার হন মোহাম্মদ দিরাই। তিনি আদালতে তাঁর দোষ স্বীকার করে বলেন, আফগানিস্তানে কানাডীয় সেনার উপস্থিতির প্রতিবাদে ওই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments

Powered by Blogger.