ভারতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুত্ উত্পাদন শুরু

বিদ্যুত্ উত্পাদনে আরও স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় ভারত। সে লক্ষ্যেই প্রথমবারের মতো ভারতে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুত্ উত্পাদন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোলের শিবপুরে।
আসানসোলের শিবপুরে গত শনিবার এই সৌরবিদ্যুত্ উত্পাদন কার্যক্রম শুরু হয়। পশ্চিমবঙ্গ গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট করপোরেশন ভারতে এই প্রথম দুই মেগাওয়াট গ্রিডযুক্ত সৌরবিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা প্রকল্পটি চালু করেছে। প্রথম পর্যায়ে এখানে উত্পাদন হবে ১ দশমিক ২৫ মেগাওয়াট বিদ্যুত্।
জানা গেছে, গত জুলাই মাসে শিবপুরে পরীক্ষামূলক সৌরবিদ্যুত্ উত্পাদন শুরু হলেও এবার কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম দিনেই সাত হাজার ইউনিট সৌরবিদ্যুত্ গ্রিডে সরবরাহ করা হয়।
তবে শিগগিরই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আর এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় বিকল্প শক্তি মন্ত্রী ফারুক আবদুল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.