অনধিকার প্রবেশ রুখতে বাড়ির সংস্কার করতে চান সু চি

অনধিকার প্রবেশকারীদের দূরে রাখতে লেকের পাশের ভঙ্গুর বাড়িটি সংস্কারের পরিকল্পনা করছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। গতকাল সোমবার তাঁর এক আইনজীবী এ কথা জানান।
মার্কিন নাগরিক জন ইয়েত্ত লেক সাঁতরে সু চির বাড়িতে প্রবেশ করার পর সু চির বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়। এ অপরাধে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়িয়ে দেওয়া হয়।
সু চির আইনজীবী ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন বলেন, বাড়িটি সংস্কারের জন্য স্থপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংস্কারের খরচ দেবেন সু চি নিজেই।
তিনি বলেন, বাড়ির নিরাপত্তা নিয়ে সু চি উদ্বিগ্ন। এ জন্য বাড়ি সংস্কার করতে চান তিনি। নিয়ান উইন বলেন, বাড়ি সংস্কারের বিষয়টি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়ে গেছে। সু চির জন্য বাড়িতে একটি ঝুলবারান্দাও নির্মাণ করা হবে।

No comments

Powered by Blogger.