ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে হোসনি মোবারকের আহ্বান

ফিলিস্তিনের পশ্চিম তীরে সব ধরনের ইহুদি বসতি স্থাপন বন্ধ করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। গত রোববার মিসরের কায়রোতে দুই নেতার এক বৈঠকে মোবারক এ আহ্বান জানান। খবর এএফপির।
মোবারকের মুখপাত্র সুলেইমান আওয়াদ বলেন, প্রেসিডেন্ট সব ধরনের বসতি স্থাপন প্রক্রিয়া এবং জেরুজালেমে ইহুদি ধর্ম বিস্তার প্রচেষ্টা বন্ধের জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দেন, ওই প্রচেষ্টা বন্ধ না করলে শান্তি প্রচেষ্টা বিঘ্নিত হতে পারে। তিনি জেরুজালেম ইস্যু নিয়ে আরব ও মুসলিম বিশ্বের আবেগের ওপর জোর দেন।
ইহুদি বসতি স্থাপন বন্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জর্জ মিশেল ইসরায়েল সফরের পরই নেতা নেতানিয়াহু মিসর সফর করলেন।
আওয়াদ বলেন, শান্তি প্রক্রিয়ার ব্যাপারে মোবারক ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত সীমানা নির্ধারণের জন্য আলোচনা শুরুর আহ্বান জানান। এতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব বিষয়ে একটি চুক্তি হতে পারে।
এর আগে জেরুজালেমে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, ‘আশা করি আমরা মতপার্থক্য কমাতে সফল হব।’
নেতানিয়াহু এর আগে ক্ষমতা গ্রহণ করেই গত ১১ মে মিসরের শারম আল শেখে মোবারকের সঙ্গে বৈঠক করেন।

No comments

Powered by Blogger.