দেশের রপ্তানিকারকদের জন্য বিশেষ ওয়েবসাইট চালু হয়েছে

বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানিকারকদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্প্রতি www.mamB2B.com নামে একটি ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। এই ওয়েবসাইট মূলত একটি বিজনেস টু বিজনেস ডিরেক্টরি।
এতে দেশের সব রপ্তানিকারক কোম্পানি তাদের পণ্যের নাম, বিস্তারিত বিবরণ, পণ্যের ছবি ও নিজস্ব ওয়েবসাইট সংযোজন করতে পারবে।
বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারকেরা যাতে খুব সহজে বাংলাদেশের রপ্তানিকারকদের বিস্তারিত তথ্য পান, সে জন্য অনলাইনে গুগল, ইয়াহু! ফেইসবুকসহ বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
mamB2B.com-এ লগ ইন করে আমদানিকারকদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকেরা লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করার সুযোগ পাবেন। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা যাবে। এই ওয়েবসাইটে ক্রেতারা তাঁদের পণ্যের প্রয়োজনীয়তা বা চাহিদার তালিকা পোস্ট করার সুযোগ পাবেন। ফলে রপ্তানিকারকেরা খুব সহজে পণ্যের অর্ডার গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রপ্তানিকারকেরাও তাঁদের পণ্যের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে পারবেন।
এ ওয়েবসাইটটি চালু করেছে mamsIT.com নামের একটি IT প্রতিষ্ঠান।

No comments

Powered by Blogger.