ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষায় মার্কিন সহায়তা ব্যবহার করা হয়েছে: মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, তিনি ক্ষমতায়থাকাকালে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য পাকিস্তানকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার কাজে ব্যবহার করা হয়েছিল।
সাবেক এই জেনারেল স্বীকার করেছেন, সামরিক সাহায্য ব্যবহারের নিয়ম লঙ্ঘন করেছেন তিনি। তবে নিজের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরে পারভেজ মোশাররফ বলেন, পাকিস্তানের সর্বোচ্চ স্বার্থে কাজ করেছেন তিনি। পাকিস্তানের স্বার্থের ব্যাপারে কোনো আপস করতে চাননি তিনি।
সম্প্রতি একটি সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, এই সত্য উন্মোচন করার ফলে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হলেও তিনি সেটাকে পরোয়া করেন না।
জেনারেল মোশাররফ বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জঘন্যসন্ত্রাসী হামলার পর তিনি যদি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সমর্থন না দিতেন, তাহলে তাঁর দেশে পরমাণু সম্পদ দখল করার জন্য মার্কিন সেনারা হয়তো পাকিস্তানে প্রবেশ করত। এমন সম্ভাবনাও ছিল যে, যুক্তরাষ্ট্র ও ভারত হয়তো যৌথভাবে পাকিস্তানে হামলা চালাত।

No comments

Powered by Blogger.