বাপুজির বাড়ি কিনে ভারতকে দেবেন এক ভক্ত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মহাত্মা গান্ধীর (বাপুজি) স্মৃতিবিজড়িত একটি বাড়ি এবার কিনে ভারত সরকারকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন এক গান্ধীভক্ত। ওই ভক্তের নাম প্রদীপ ভাবনানি। মুম্বাইয়ের একজন ব্যবসায়ী তিনি।
জোহানেসবার্গের ওই খড়ের ছাউনির বাড়িতে মহাত্মা গান্ধী ১৯০৮ থেকে তিন বছর অবস্থান করেছিলেন। ওই বাড়িটি বিক্রি করার জন্য বাড়ির বর্তমান মালিকেরা উদ্যোগ নিলেও তা কেনার মতো লোক পাওয়া যাচ্ছিল না ওখানে। খবরটি জানতে পেরে মুম্বাইয়ের ওই ব্যবসায়ী বাড়িটি কিনে ভারত সরকারকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও জোহানেসবার্গ শহরজুড়ে মহাত্মা গান্ধীর নামে রাস্তাঘাট ও বহু স্মারক থাকলেও ওই বাড়িটি কেনার ব্যাপারে স্থানীয়দের কেউ উত্সাহ দেখাচ্ছিল না।

No comments

Powered by Blogger.