থাকসিনের মুক্তি চেয়ে থাইল্যান্ডে ১০ হাজার মানুষের শোভাযাত্রা

থাকসিনকে সাধারণ ক্ষমা ঘোষণার দাবিতে গতকাল
ব্যাঙ্ককের শোভাযাত্রায় মেয়েকে নিয়ে অংশ নেয় এই সমর্থক
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সাধারণ ক্ষমা ঘোষণার দাবি জানিয়ে গতকাল শুক্রবার প্রায় ১০ হাজার থাই নাগরিক ব্যাংককে শোভাযাত্রা বের করে। তারা এ সময় প্রায় ১০ লাখ লোকের স্বাক্ষর-সংবলিত ব্যানার প্রদর্শন করে। অংশগ্রহণকারীরা লাল শার্ট পরে অংশ নেয়।
থাইল্যান্ডের সরকার এর আগে বলেছিল সাধারণ ক্ষমার জন্য থাকসিনকে বা তাঁর পরিবারের সদস্যদের আবেদন করতে হবে। কিন্তু এই আবেদন জানাচ্ছে তাঁর সমর্থকেরা। থাকসিন ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের পর বিদেশে পাড়ি জমান।
শোভাযাত্রার নেতৃত্বদানকারী জাতুপর্ন প্রোমপান জানান, আজ (গতকাল শুক্রবার) মধ্যরাতের আগে আরও অনেক লোক থাকসিনের মুক্তি চেয়ে ব্যানারে স্বাক্ষর করবে।

No comments

Powered by Blogger.