সালমান শাহ’র মামলা পুনরুজ্জীবিতের দাবি তার মায়ের

সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ। প্রথম সিনেমায় অভিনয় করেই ভক্ত-অনুরাগীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে রীতিমতো চলচ্চিত্রের বরপুত্রে পরিণত হন তিনি। কিন্তু ২৫ বছর বয়সেই থেমে যান এ অভিনেতা। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। সাবেক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার জানিয়েছিলেন, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়। এদিকে সম্প্রতি এ অভিনেতার মা নীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে আবারো ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল।  এই বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে, ভারতীয় কাউকে ভাড়া করে এনে  সালমান শাহকে হত্যা করিয়েছে তারা। সুকুমার রঞ্জন সে সময় সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ভারতীয় ‘র’র এজেন্ট। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। নীলা চৌধুরী বলেন, আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম। এখন আমরা মুক্ত হয়েছি। এই হত্যার বিচার প্রয়োজন।

No comments

Powered by Blogger.