শুরা কাউন্সিলে ১৯ নারীকে নিয়োগ দিল সৌদি আরব
সোমবার এক রাজকীয় ডিক্রির মাধ্যমে তাদের চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনতে শুরা কাউন্সিলের ১৫০ আসনের মধ্যে ২০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখার বিধান করা হয়। এরই অংশ হিসেবে এই নারীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউন্সিলের শুরা কাউন্সিলের স্পিকার শেখ ড. আব্দুল্লাহ আল শেখ।
নতুন নিয়োগ পাওয়া নারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ড. আরওয়া আল রাশিদ, ড. ইশরাক রাফি, ড. আমাল কাতান, ড. আমাল আল-হাজানি, ড. বুশরা আল-হামিদ এবং ড. তাকওয়া ওমর। এর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময়ে বিষয়টি ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে।
শুরা কাউন্সিল মূলত উপদেষ্টা পরিষদ। তারা সৌদি সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। সৌদি আরবে ক্ষমতার দৃশ্যপটে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আবির্ভাবের পর থেকেই, দেশটিতে নারীর ক্ষমতায় উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে।
এদিকে প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে ইরান। ইরান সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত হওয়া ওই নারীর নাম ফাতেমেহ মোহাজেরানি। মন্ত্রিসভার বৈঠকের সময় তাকে এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
No comments