জাফলংয়ের সমাবেশে ওলামাদের হুঁশিয়ারি

জৈন্তাপুরের আমবাড়িতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সুন্নি ও কওমি মতাদর্শী অনুসারীদের সঙ্গে সংঘর্ষে মাদরাসা ছাত্র হাফেজ মজম্মিল আলী হত্যার প্রতিবাদে জাফলংয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবারের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহূত সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। হরিপুর, কানাইঘাট, গোয়াইনঘাটসহ সিলেটের সবক’টি এলাকার কওমি অধ্যুষিত মাদরাসাসমূহ এবং আশপাশের এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পদভারে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলসহকারেসমবেত হন সমাবেশে। এ সময় তারা এ ঘটনায় জড়িত খুনিদের অভিলম্বে  গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সমবেত বিক্ষুব্ধ মানুষ এই হত্যাকাণ্ড তদন্ত ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে জৈন্তাপুর থানা পুলিশের নীরবতার কঠোর সমালোচনা করা হয়। ভণ্ড, নাস্তিক, মাজার পূজারিদের বিরুদ্ধে স্থানীয় ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে আহূত এই মহাসমাবেশে সিলেটের বিভিন্ন স্থান হতে আগত আলেম, ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করে অভিলম্বে এই জনপদ থেকে মাজার পূজারি, নাস্তিক, ভণ্ডদের সব ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানান। গোয়াইনঘাটের সর্ববৃহৎ কওমি মাদরাসা লাফনাউট মাদরাসার মুহতামিম প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল খালিক চাক্তার সভাপতিত্বে, মাওলানা বিলাল উদ্দিন ও মাওলানা জিয়াউর রহমান কাউছারের যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত মাওলানা থেকে বক্তব্য রাখেন দারুল হাদিস কানাইঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আতাউর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শফিকুল হক, সিলেটের জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুরের ৫নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন, সিলেট-৩ আসনের ইসলামী আন্দোলন প্রার্থী এম এ মতিন বাদশা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, পূর্ব জাফলং আওয়ামী লীগনেতা আব্দুল মালিক, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, জেলা ছাত্রলীগনেতা জাকারিয়া মাহমুদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্রলীগনেতা ইনসাদ হোসেন রাজিব, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, জাফলংয়ের বিশিষ্ট সমাজসেবী ফখরুল ইসলাম, মুফতি মুছাব্বির, মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা এমএম কামাল উদ্দিন, মাওলানা রেজাউল করিম জালালি, মাওলানা শাহ সমসাদ, মাওলানা কবির আহমদ, মাওলানা জাকির হোসাইন প্রমুখ।

No comments

Powered by Blogger.