আফগানিস্তানে গুলবুদ্দিনের জনসভার কাছে বিস্ফোরণ, নিহত ৪

আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের জনসভার কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
জালালাবাদের একটি ফুটবল স্টেডিয়ামে গুলিবুদ্দিনের জনসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার সমর্থকরা বাড়ি ফেরার সময় বোমাটি বিস্ফোরিত হয়। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, হামলায় চারজন নিহত ও দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, সোভিয়েত আগ্রাসনবিরোধী নেতা ছিলেন গুলবুদ্দিন হেকমতিয়ার। রুশ দখলদারির অবসান হলে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন তিনি। ১৯৯৬ সালে তালেবান বিদ্রোহীরা তার সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। পরে মার্কিন আগ্রাসনের মুখে ক্ষমতাচ্যুত হন তালেবানরা। ওই সময় মার্কিন বাহিনীর হাতে তিনি বন্দিও হন। তবে গত বছর যুক্তরাষ্ট্র সমর্থিত আফগানিস্তানের সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে প্রকাশ্য রাজনীতিতে ফিরেন গুলবুদ্দিন হেকমতিয়ার।

No comments

Powered by Blogger.