ব্রিটেনের অভিযোগ কাণ্ডজ্ঞানহীন ও হাস্যকর : পুতিন

সম্প্রতি ব্রিটেনের স্যালিসবারি শহরে সাবেক রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই ক্রিসপাল এবং তার কন্যা ইউলিয়ার ওপর নার্ভ গ্যাস হামলায় রাশিয়ার হাত ছিল বলে লন্ডনের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ব্রিটেনের এ অভিযোগকে 'কাণ্ডজ্ঞানহীন' এবং 'হাস্যকর' হিসেবে অভিহিত করে পুতিন বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তে লন্ডনকে পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য মস্কো প্রস্তুত আছে। রাশিয়ায় রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর ভ্লাদিমির পুতিন সোমবার বলেন, ক্রিসপাল এবং তার কন্যার ওপর হামলার জন্য রাশিয়াকে মিথ্যা অভিযুক্ত করা হচ্ছে। গত ৪ মার্চে ব্রিটেনের স্যালিসবারি শহরে একটি শপিং মলের সামনে বেঞ্চের ওপর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাদের। তারা এখন ব্রিটেনের একটি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় আছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। রুশ দ্বৈত গুপ্তচর ও তার মেয়েকে হত্যা প্রচেষ্টায় সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগের নার্ভ গ্যাস- নোভিচক ব্যবহার করা হয়েছে বলে লন্ডন অভিযোগ করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য রাশিয়া বিষাক্ত গ্যাস ‘নোভিচক’-এর মজুদ গড়ে তুলেছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

No comments

Powered by Blogger.