পিটিয়ে হত্যার সময় সেলফি

ভারতের দক্ষিণের কেরালা রাজ্যে একজন উপজাতীয় লোককে পিটিয়ে হত্যার ভিডিও এবং এ ঘটনার 'দর্শকদের' তোলা সেলফি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যের পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাত বাঁধা উপজাতীয় লোকটিকে পিটিয়ে হত্যা করার সময় অন্য কয়েকজন লোক ঘটনাটা দেখতে দেখতে সেলফি তুলছে। ঘটনাটি ঘটেছে পালাক্কাড জেলায়। নিহত লোকটি সেখানকারই বাসিন্দা বলে জানা গেছে। তার নাম মধু। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। পুলিশ বিবিসিকে বলেছে, তারা ওই ঘটনার সাথে জড়িত অন্য লোকদেরও খুঁজছে। পুলিশ কর্মকর্তা প্রতীশ কুমার বলছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় এবং মধুকে হাসপাতালে নিয়ে যায়, তবে কোনো চিকিৎসা দেবার আগেই তার মৃত্যু হয়। ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে এবং তার কিছু অংশ টিভিতেও দেখানো হয়। এর পর কেরালায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেয়া হবে।

No comments

Powered by Blogger.