ব্রিটেনের ইরানবিরোধী প্রস্তাবে ভেটো দিল রাশিয়া

ইরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ইয়েমেনের আনসারুল্লাহ হাউছি বিদ্রোহীদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ বন্ধ করতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ব্রিটেন গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে এই প্রস্তাবে খসড়া বিতরণ করেছিল।
প্রস্তাবে ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বৃদ্ধির পাশাপাশি হাউছি বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ না করা সংক্রান্ত একটি প্রস্তাব লঙ্ঘনের দায়ে ইরানকে অভিযুক্ত করা হয়। কিন্তু সোমবার রাতে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে রাশিয়ার ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে সৌদি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা ও ব্রিটেন। সোমবার ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির প্রতি ফ্রান্স ও আমেরিকা সমর্থন জানিয়েছিল। প্রস্তাবে আরো বলা হয়েছিল, ইয়েমেনে ইরানের ভূমিকার কারণে দেশটির বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে। এটি পাস হলে এর পরবর্তী প্রস্তাবে সেই ‘অতিরিক্ত ব্যবস্থাগুলো’ অনুমোদন করা হতো। এর আগেও আমেরিকা ও সৌদি আরবসহ কয়েকটি দেশ ইয়েমেনকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র দেয়ার দায়ে ইরানকে অভিযুক্ত করেছিল। কিন্তু ইরান এবং ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সেসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। হাউছিরা বলেছে, ইয়েমেনের সামরিক বাহিনীই তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়িয়েছে। এ ছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গত মঙ্গলবার বলেছিলেন, ইয়েমেন যখন চারদিক দিয়ে কঠোর অবরোধের সম্মুখীন তখন ইরানের পক্ষে হাউছিদের কাছে ক্ষেপণাস্ত্র পৌঁছে দেয়ার অভিযোগ অত্যন্ত হাস্যকর।

No comments

Powered by Blogger.