শিশুর অ্যাজমা চিকিৎসা নিয়ে বিভ্রান্ত

অধিকাংশ অভিভাবকের ধারণা বড় হলে বাচ্চার অ্যাজমা এমনিতেই সেরে যাবে।
বাস্তবতা- ছোট থেকেই অ্যাজমার চিকিৎসা না aহলে বড় হলে বা সাঁতার শেখালে শিশুর অ্যাজমা সেরে যায় না। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে না থাকলে অ্যাজমা ক্রনিক হয়ে সারাজীবন বয়ে বেড়াতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক পারিবারিক ইতিহাস ও অন্যান্য লক্ষণ দেখে বুঝতে পারেন শিশুর অ্যাজমা সেরে যাবে কিনা। ইনহেলার একবার শুরু করলে সারাজীবন ব্যবহার করতে হতো। বাস্তবতা- চিকিৎসক ব্যবস্থাপত্র দিলেও অনেক অভিভাবক শিশুকে ইনহেলার দিতে চান না। তারা মনে করেন এটা শেষ চিকিৎসা এবং একবার ব্যবহার শুরু করলে সারাজীবন করতে হয়। প্রকৃতপক্ষে ইনহেলার অ্যাজমা সবচেয়ে কার্যকরী চিকিৎসা, এটি সরাসরি শ্বাসতন্ত্রে কাজ করে ফলে অন্যান্য ওষুধ কম লাগে ও অল্প সময়েই কাজ হয় সর্বোপরি পার্শ্বপ্রতিক্রিয়া কম। শিশুদের স্পেসারের মাধ্যমে ইনহেলার নিতে হয়।
অ্যালার্জি থেকে কি অ্যাজমা হয়?
বাস্তবতা- অ্যাজমা অ্যালার্জিজনিত রোগ। অ্যালার্জি দ্রব্যাদি পরিহার করে চলতে পারলে সুফল পাওয়া যায়। পুরনো ধুলোবালি ও ঘরের লেপ-তোষকের মাইট অ্যালার্জি ছড়ায়।
অ্যালার্জি ভ্যাকসিন কি কার্যকরী?
বাস্তবতা- বিশ্বের অধিকাংশ দেশে অ্যালার্জি ভ্যাকসিন বা ডিসেনসিটাইজেশনের মাধ্যমে অ্যাজমার চিকিৎসা দিয়ে সুফল পাওয়া যাচ্ছে।
অ্যাজমা ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ
দি অ্যালার্জি ও অ্যাজমা সেন্টার, পান্থপথ, ঢাকা।
মোবাইল ফোন : ০১৭২১৮৬৮৬০৬

No comments

Powered by Blogger.