প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন

পারিবারিক সহিংতার আশঙ্কাজনিত জরুরি ফোন পেয়ে ছুটে গিয়েছিলেন দুই পুলিশ কর্মকর্তা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারাই সেই ঘটনার শিকার হলেন। যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে শনিবার এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। পুলিশ প্রধান জো মোরবিজার সাংবাদিকদের জানান,
পুলিশ কর্মকর্তা এন্থনি মোরেলি (৫৪) ও এরিক জোয়েরিং (৩৯) জরুরি ফোন পেয়ে ওয়েস্টারভিলের একটি এপার্টমেন্টে ছুটে যাওয়া মাত্রই বন্দুকের গুলির মুখে পড়েন এবং প্রাণ হারান। মোরেলি গত ২৯ বছর এবং জোয়েরিং ১৬ বছর ধরে ওয়েস্টারভিলের পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তারা ৯১১ থেকে কল পেয়ে সাড়া দেন এবং কলার ফোন করেই রিসিভার রেখে দেয়। ঘটনায় আহত সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। সে পুলিশ হেফাজতে রয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ তার সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি। ঘটনার পর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে নিহতদের প্রতি তার শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

No comments

Powered by Blogger.