বিমানবন্দরের বাথরুমে প্রসব, নবজাতককে ফেলে চলে গেলেন মা

যুক্তরাজ্যের আরিজোনা অঙ্গরাজ্যের টুসকোন বিমানবন্দরের বাথরুমে সন্তান জন্ম দিয়ে নবজাতককে ফেলে রেখেই চলে গেছেন এক নারী। নজরদারি ক্যামেরায় দেখা গেছে, এক সন্তানসম্ভাব্য নারী বিমানবন্দরের বাথরুমে ঢুকেছেন। কিন্তু সদ্যজাত সন্তানকে রেখেই তিনি বেরিয়ে এসেছেন।-খবর এনডিটিভি অনলাইন। ১৪ জানুয়ারি রাত ৯টায় ঘটনাটি ঘটেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ চলতি সপ্তাহে এ নিয়ে বিস্তারিত তথ্য ও ভিডিও প্রকাশ করেছেন। বিমানবন্দরে এক কর্মী একটি নোটসহ শিশুটিকে পেয়েছেন। ওই নোটে নারী লিখেছেন- তার জন্য যেটি সবচেয়ে ভালো, আমি সেটিই করেছি। আমি আসলে এ রকম না। প্লিজ! আমি খুবই দুঃখিত। বিমানবন্দর পুলিশ জানায়, শিশুটির যাতে কোনো ক্ষতি না হয়, এ জন্য তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করেছেন জোয়ানা কুইন্টিনা নামে বিমানবন্দরের এক নারী কর্মী। তিনি পুলিশকে বলেন, আমি ওই নারীর মুখোমুখি হয়েছিলাম। বাথরুমের চত্বরে রক্তের ফোয়ার দেখে তাকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো সমস্যা হয়েছে কিনা? জবাবে ওই নারী বলেন, শিশুটির বয়স তিন মাস হবে। তবে আর কোনো কথা না বলে তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে যান। শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। রক্তাক্ত কাপড়ের মধ্যে নবজাতকটি পড়েছিল। শিশুটি এখন আরিজোনা চাইল্ড সেফটি ডিপার্টমেন্টের জিম্মায় রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.