তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ভারত-পাকিস্তান: ফারুক আবদুল্লাহ

ভারত ও পাকিস্তান ক্রমাগত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এমন পূর্বাভাষ দিয়েছেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে দু’দেশ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন তিনি। ফারুক আবদুল্লাহ কড়া সতর্কতা দিয়ে বলেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশই উত্তেজনা উস্কে দিচ্ছে। এর ফলে পরিস্তিতি মানুষের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে।
তিনি প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে প্রশ্ন রাখেনÑ শুধু কি তারাই গুলি করছে? আমরাও তো গুলি করছি। দু’পক্ষই এটা করছে। এর ফলে মানুষের জীবনে ধ্বংস নেমে আসছে। সৃষ্টি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। তিনি মনে করেন ভয়াবহ এই সংঘাতের একটিই সমাধান হতে পারে। তাহলো নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে আলোচনা। তিনি আরো বলেন, যুদ্ধ কোনো কিছুর সমাধান নয় কোনোদিনও। একমাত্র সমাধান হলো আলোচনা। পাকিস্তান দখলীকৃত কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত। বাকি অংশ ভারতে। ভারত সরকার যদি শান্তি চায় তাহলে তাদেরকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে হবে। আর আমাদেরকে দিতে হবে শায়ত্তশাসন। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়, সম্প্রতি জম্মু অঞ্চলে ভারতীয় পোস্টে পাকিস্তানের ছোড়া গোলা আঘাত করে। এতে ভারতের চারজন সেনা সদস্য নিহত হন। আহত হয়েছেন একজন। এ ঘটনাকে কেন্দ্র করে এশিয়ার এই দু’দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা অব্যাহত রয়েছে।

No comments

Powered by Blogger.