গাজায় যে কোনো সময় ইসরাইলি আগ্রাসন, প্রতিরোধে প্রস্তুত হামাস

দখলদার ইসরাইলি বাহিনী যে কোনো মুহূর্তে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে পারে। এ আগ্রাসন মোকাবিলায় ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসসহ গাজার অধিবাসীরা প্রস্তুতি নিচ্ছে।
লন্ডন থেকে প্রকাশিত আরবি পত্রিকা আল-হায়াতের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থাগুলোর হামলার সম্ভাবনা ৯৫ শতাংশ বলে আশঙ্কা করছে। তারা মনে করছে, কয়েক দিন অথবা কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইল এ আগ্রাসন শুরু করতে পারে। একই ধরনের প্রতিবেদন ছাপিয়েছে ইসরাইলি পত্রিকা হারেৎজ।অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার মনে করছেন ইসরাইলের পরিকল্পিত হামলা খুব নিকটবর্তী। সূত্রটি দাবি করেছে, তিনি নিজে ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আল-হায়াত পত্রিকা বলছে, হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া, হামাস সদস্যদের ঘর-বাড়ি খালি করা হয়েছে। তবে হারেৎজ পত্রিকা বলছে, আগামী কয়েক দিনের মধ্যে এ ধরনের সামরিক সংঘাতের আশংকা নেই। শিগগিরি ইসরাইল হামলা শুরু করতে পারে -এমন খবরকে হামাসের প্রচারণা বলে মন্তব্য করেছে পত্রিকাটি। হারেৎজ বলছে, গাজার মারাত্মক মানবিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য হামাস এ ধরনের প্রচার চালাচ্ছে। গাজা উপত্যকার ওপর সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে আগ্রাসন চালিয়েছিল ইসরাইল। ওই আগ্রাসনে ২২০০ ফিলিস্তিনি শহাদাত বরণ করেন।

No comments

Powered by Blogger.