আরাফাতকে বহনকারী বিমানে গুলির নির্দেশ দিয়েছিলেন শ্যারন

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতকে হত্যার জন্য ইসরাইলের আরও একটি ঘৃণ্য পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। ১৯৮২ সালে ইসরাইলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অ্যারিয়েল শ্যারন আরাফাতকে বহনকারী একটি বিমানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে বলা হয়েছিল, বিমানটিতে আরাফাতের থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে সেটিকে যেন গুলি করে ভূপাতিত করা হয়। সাবরা ও শাতিলা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ৩০টি আহত শিশু বহন করে নিয়ে যাচ্ছিল বিমানটি। পরে শ্যারন ওই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছিলেন। ইসরাইলি সাংবাদিক রোনেন বার্গম্যানের লেখা নতুন একটি বইয়ে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেজ। ওই সাংবাদিক বলেন, বহু পরিকল্পিত গুপ্তহত্যার একটি দৃষ্টান্ত হচ্ছে- আরাফাতকে হত্যার নির্দেশ। রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত মানচুরিয়ান ক্যান্ডিডেট নামে একটি মার্কিন চলচ্চিত্রের কাহিনী থেকে উৎসাহিত হয়ে এসব হত্যাকাণ্ড চালিত হয়েছিল।
সাংবাদিক রোনেন বার্গম্যান নিউইয়র্ক টাইমসে তার প্রকাশিতব্য বইয়ের একটি অংশ প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে- আরাফাতকে হত্যার সামরিক অভিযানটি মোসাদকে দিয়ে কার্যকর করার কথা ছিল। গ্রিসের এথেন্স বিমানবন্দরে যেখানে আরাফাতের বিমান অবতরণ করার কথা, নিরাপত্তা শিথিলতার সুযোগ নিয়ে মোসাদের গোয়েন্দারা সেখানে অপেক্ষা করছিল। বার্গম্যান দাবি করেন, আরাফাতকে হত্যার অভিযানে শ্যারনের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাফায়েল ইথান খুব আগ্রহী ছিলেন। ইসরাইলি জঙ্গি বিমানে চড়ে তিনি আরাফাতকে বহনকারী বিমানের পিছু নিয়েছিলেন। বিমান যখন এথেন্স থেকে উড্ডয়ন করছিল, তখন ইথান চালককে বলছিলেন- আপনি আমার নির্দেশ ছাড়া গুলি করবেন না। পরিষ্কার? এমনকি যদি সেখানে কোনো যোগাযোগ সমস্যা থাকে, যদি আপনি আমার কোনো নির্দেশ শুনতে না পান, তা হলেও গুলি ছুড়বেন না। ১৯৮২ সালের নভেম্বর থেকে ১৯৮৩ সালের জানুয়ারি পর্যন্ত বার্গম্যান এ ঘটনার ওপর রিপোর্ট করেছিলেন। তিনি বলেন, যদি আরাফাত ওই বিমানে আছেন, এমনটি নিশ্চিত হওয়া যায়, তবে গুলি করার জন্য চারটি এফ-১৬ ও এফ-১৫ বিমান প্রস্তুত ছিল। বিমানে আরাফাতকে বহন করা হচ্ছে, এ সন্দেহে সেটিকে বাধা দেয়া কিংবা ধ্বংস করে দেয়ার জন্য ইসরাইল অন্তত পাঁচবার চেষ্টা করেছিল। ১৯৭৯ সালে নাহারিয়ায় হামলার পর চিফ অফ স্টাফ ইথান পিএলওর সবাইকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার ডেপুটিকে নির্দেশ দেন, তাদের সবাইকে হত্যা কর।

No comments

Powered by Blogger.