‘ধনী’ না ‘গরিব’ জানাবে ফেসবুক

আপনি ‘ধনী’ না ‘গরিব’, খুব তাড়াতাড়ি বলে দেবে ফেসবুক। এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি একটি পেটেন্টের আবেদন করেছে ফেসবুক। তাতে দাবি করা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর আর্থসামাজিক অবস্থান জানা যাবে। আইএনএস। ব্যবহারকারীদের মূলত তিন ভাগে বিভক্ত করেছে ফেসবুক।
এগুলো হচ্ছে- শ্রমিক শ্রেণী, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির মালিকানা ও ইন্টারনেট ব্যবহারের মাত্রা প্রভৃতি তথ্য বিশ্লেষণ করে নির্ধারিত হবে তার অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ প্রযুক্তির ফলে আরও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবে ফেসবুক। ব্যবহারকারীদের আর্থসামাজিক অবস্থান জানতে বেশ কিছু তথ্য জানতে চাইবে ফেসবুক। যেমন ২০-৩০ বছর বয়সীদের কাছে জানতে চাওয়া হবে, কতগুলো ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করেন তারা। ৩০-৪০ বছর বয়সীদের কাছে জানতে চাওয়া হবে, তাদের নামে কোনো বাড়ি রয়েছে কিনা। তবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে ফেসবুক এ প্রযুক্তি ব্যবহার করবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

No comments

Powered by Blogger.