কম দামে মাইক্রোসফটের নতুন ল্যাপটপ

মাইক্রোসফট তাদের সারফেস ল্যাপটপের একটি নতুন সংস্করণ এনেছে। বাজেট সাশ্রয়ী এ ল্যাপটপে ইন্টেলের কোর এম৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র‌্যামের এ ল্যাপটপে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। র‌্যাম ও অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধা কমানোর কারণে ডিভাইসটির মূল্য কমানো সম্ভব হয়েছে।
ডিভাইসটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৯৯ ডলার, যা এর আগের সংস্করণের তুলনায় বেশ কম। মাইক্রোসফটের আগের সারফেস ল্যাপটপে কোর আই৫ প্রসেসরের পাশাপাশি আরো বেশি র‌্যাম ছিল। এ কারণে ডিভাইসটির মূল্য ৯৯৯ ডলার। সাশ্রয়ী এ সারফেস ল্যাপটপ মডেলটি সরাসরি মাইক্রোসফটের সারফেস প্রো ল্যাপটপগুলোর সাথে প্রতিযোগিতা করবে। সারফেস প্রো ল্যাপটপেও ইন্টেল কোর এম৩ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। নতুন সারফেস ল্যাপটপের জন্য প্রয়োজনীয় সারফেস টাইপ কাভার পৃথকভাবে বিক্রি করছে মাইক্রোসফট। এ কাভারের জন্য গ্রাহকদের অতিরিক্ত আরো ১২৯ দশমিক ৯৯ ডলার গুনতে হবে। মাইক্রোসফট কয়েক বছর ধরে ডিভাইস বাজারে ব্যবসা সম্প্রসারণে জোর দিলেও আশানুরূপ সফলতা পাচ্ছে না প্রতিষ্ঠানটি। এর আগে নকিয়ার মোবাইল বিভাগ অধিগ্রহণ করেও সফল হয়নি। সারফেস ল্যাপটপের সাশ্রয়ী সংস্করণ আনার কারণ কি সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট কর্তৃপক্ষ।

No comments

Powered by Blogger.