সিরিয়ায় দায়েশের আস্তানা থেকে বিপুল ইসরাইলি অস্ত্র উদ্ধার

সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ ইসরাইলি অস্ত্র উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। দেইর আয-যৌর প্রদেশের সায়াল ও হাসরাত গ্রাম এবং জালা শহর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দায়েশ সন্ত্রাসীরা পালানোর সময় ইসরাইলের তৈরি ল্যান্ড মাইন,
বিস্ফোরক ও রাসায়নিক ফেলে রেখে গেছে। সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের ঘাঁটি থেকে দখলদার ইসরাইলের অস্ত্র উদ্ধারের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বহু বার এ ধরনের অস্ত্র পাওয়া গেছে। গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী দায়েশের আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, ল্যান্ড মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল।

No comments

Powered by Blogger.