অবরোধে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে কাতারের জনগণ

সৌদি আরবের নেতৃত্বে বাহরাইন,মিসর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর যে অবরোধ আরোপ করেছে তা সম্পূর্ণ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা ইউরো-মেডে। সৌদি-নেতৃত্বাধীন অবরোধের কারণে কাতারের কাছে প্রয়োজনীয় অ্যান্টিবায়টিক ওষুধ এবং চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছাচ্ছে না।
কাতারের সাথে ব্যবসা করা বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিকাল সাপ্লাই কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। অবরোধের কারণে সকল ওষুধ সাপ্লাই বন্ধ রয়েছে। জীবন রক্ষাকারী অনেক ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামগুলি সীমান্ত অতিক্রম করে কাতারে প্রবেশ করতে না দেয়ার ফলে কাতারের অনেক হাসপাতালে সার্জারি এবং অপরেশন প্রায় বন্ধ আছে। ফলে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারছে না অনেক পরিবার।

No comments

Powered by Blogger.