শূকর ছানা আঁকা ছবি বিক্রি হলো সাড়ে ৩ লাখ টাকায়

শূকর ছানা ছবি এঁকেছে। আর সেই ছবি ৩ লাখ ৪৮ হাজার টাকায় বিক্রিও হয়েছে। এমনকি এই শূকরের আঁকা ছবি নিয়ে হয়েছে প্রদর্শনীও। কি শুনতে অবাক লাগলেও এরকম ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি কসাইখানা থেকে চার সপ্তাহের ছোট্ট শূকর ছানাটিকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে আনেন জোয়ান লেফসন।
একদিন হঠাৎ করেই জোয়ান আবিষ্কার করেন শূকর ছানার লুকনো প্রতিভার কথা। সাদা ক্যানভাস পেলেই নানা রঙে তা ভরিয়ে দিতে শুরু করে ছোট্ট শূকরছানাটি। আর এই আঁকার প্রতিভার জন্যই তার নাম দেয়া হয়েছে ‘পিগকাসো’। এমনকি এই চিত্রকরের আছে ফেসবুক পেজও। ১১ হাজার লাইকও আছে পেজে। এদিকে ‘অ্যাবস্ট্রাক্ট আর্ট’ এঁকেই সকলের মন জয় করেছে পিগকাসো। তার আঁকা ছবি বিক্রি হয় ৩০০০ পাউন্ডে। সম্প্রতি তার ছবিগুলি নিয়ে একটি প্রদর্শনীও হয়ে গেল কেপ টাউনে। এমনকি এর পরে এরকম প্রদর্শনী আয়োজিত হবে লন্ডন, প্যারিস, বার্লিন ও আমস্টারডামে। পিগকাসোই বিশ্বের প্রথম পশু যার আঁকা ছবির প্রদর্শনী হল।

No comments

Powered by Blogger.