ডোকলাম চীনের অংশ, ভারতকে হুঁশিয়ারি

ডোকলামকে নিজেদের অংশ দাবি করে ভারতীয় সেনাদের সীমান্ত অতিক্রিমের বিষয়ে সতর্ক করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কুইয়ান বলেছেন, ‘ডোকলাম আসলে চীনেরই অংশ। ভারতীয় সীমান্তরক্ষীরা সীমানা পেরিয়েছে বলেই জটিলতা তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জটিলতা থেকেই ভারতের শিক্ষা নেয়া উচিত।’ সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ‘সীমান্তে শান্তি বজায় রাখতে গেলে পাকিস্তান থেকে দৃষ্টি সরিয়ে চীনের দিকে নজর দিতে হবে।
চীনের ওপরে চাপ বাড়াতে হবে’। বিপিনের এই মন্তব্যেরই কড়া জবাব দেন কুইয়ান। তিনি বলেন, ‘আয়তন যাই হোক, সব প্রতিবেশী দেশকেই সমান মর্যাদা দিতে হবে। প্রভাব-প্রতিপত্তির কথা বলে চাপ সৃষ্টি করাটা অনৈতিক। চীন এমন মানসিকতার বিরোধিতা করে।’ উল্লেখ্য, গত বছর ভুটানের ডোকলাম সীমান্ত ঘিরে চীন ও ভারতের মধ্যে ৭৪ দিন ধরে উত্তেজনা চলে। পরে ২৮ আগস্ট চীনের দাবি মেনে নিয়ে ভারত ওই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করলে উত্তেজনার অবসান ঘটে। তবে পরদিন চীনের সেনাবাহিনী ভারতকে হুশিয়ার করে বলে, দিল্লি যেন ডোকলাম সংকট থেকে শিক্ষা গ্রহণ করে। চীন ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চীনা সামরিক বাহিনী অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে এবং জাতীয় ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করবে। আমরা ভারতকে এ উত্তেজনা থেকে শিক্ষা নিতে আহ্বান জানাই। দিল্লি যেন প্রতিষ্ঠিত চুক্তি, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা মেনে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং দুই দেশের সামরিক বাহিনীর উন্নতিতে অবদান রাখে।’

No comments

Powered by Blogger.