জেরুজালেম প্রশ্নে জাতিসংঘকে দুষল যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য জাতিসংঘকে অভিযুক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। একইসঙ্গে তিনি সংস্থাটি ইসরায়েলের প্রতি শত্রুতা পোষণ করে বলেও উল্লেখ করেন। বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর উদ্ভুত পরিস্থিতিতে গত শুক্রবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভেঠকে নিক্কি হ্যালি বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত সুস্পষ্ট। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু জাতিসংঘ পক্ষপাতিত্ব করছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গোটা ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরের পরিস্থিতি খুবই উদ্বেগ জনক৷ জেরুজালেমের রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ। পবিত্র জেরুজালেম নগরীকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে শুক্রবার মূলত তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য ও ফ্রান্সও ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। কার্যত পুরো বৈঠকে যুক্তরাষ্ট্র অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের জন্যেই আরও ভয়ানক পরিণতি নিয়ে আসছে।

No comments

Powered by Blogger.