শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে সোশ্যাল মিডিয়া : জাফর ইকবাল

পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে সোশ্যাল মিডিয়া। টেকনোলজি ব্যবহার করতে হবে, তবে টেকনোলজি যেন আমাদের ব্যবহার না করে।

কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াই শিক্ষার্থীদের মনোযোগ নিয়ন্ত্রণ করছে। শিক্ষার্থীরাসহ অভিভাবকদের এ বিষয়ে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে।

চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭-এর তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মনোযোগ ও সময় দুটাই কেড়ে নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সময় ব্যয় না করে মস্তিষ্ককে সঠিক কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, সবাইকে বই পড়তে হবে, বই পড়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে। বাবা-মাকে খুশি রাখতে বই পড়তে হবে।

মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চলাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়ে হলেও বই পড়তে হবে। বাবা-মা ভালো রেজাল্ট

চায়, একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব।

No comments

Powered by Blogger.