ডিআর কঙ্গোতে ভয়াবহ হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ভয়াবহ হামলায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনের কমপক্ষে ১৫ সদস্য নিহত হয়েছেন। এ সংস্থার সাম্প্রতিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ জানায়, বৃহস্পতিবার রাতে নর্থ কিভু প্রদেশে শান্তিরক্ষী বাহিনীর এসব সদস্য নিহত হন। সেখানে হামলায় তাদের সাথে কঙ্গোর পাঁচ সৈন্যও প্রাণ হারান। এতে ৫৩ জন আহত হয়েছেন। জাতিসঙ্ঘ মহাসচিব এ হামলার কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তিনি এটিকে একটি ‘জঘন্য’ কাজ হিসেবে অভিহিত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এই হামলার কঠোর নিন্দা জানাই। জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরণের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা চললেও এ বছর সরকারি বাহিনী ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপের মধ্যে লড়াই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এছাড়া দেশটিতে জাতিগত সঙ্ঘাতও অনেক বৃদ্ধি পেয়েছে।

No comments

Powered by Blogger.