৬০ বছর পর জানা গেল দুই বন্ধু আপন ভাই!

যুক্তরাষ্ট্রের হাওয়াইতে দুই ব্যক্তি বন্ধু হিসেবে ৬০ বছর কাটানোর পর তারা জানতে পারে তারা আসলে আপন ভাই। সবাইকে অবাক করে দিয়ে তারা এ তথ্য প্রকাশ করেছে। এপি। জানা যায়, অ্যালান রবিনসন ও ওয়ালটার ম্যাকফারলেন দু'জন ছোটবেলার বন্ধু। তাদের জন্ম ১৫ মাস আগে-পিছে। তারা বেড়ে উঠেছে একে অপরের বন্ধু হিসেবে। ম্যাকফারলেন তার বাবাকে কখনও দেখেনি।
আর রবিনসন ছিল অপরের কাছে দত্তক হিসেবে। কিন্তু তারা শেষ জীবনে এসে জানতে পারল তাদের সম্পর্ক আপন ভাই। ছোটবেলায় তারা হনলুলু প্রেপ স্কুলে বন্ধু হিসেবে ফুটবলও খেলত। হনলুলু খোন টিভির রিপোর্টে বলা হয়েছে, বাবার পরিবারের তথ্য আবিষ্কার করতে ডিএনএ ম্যাচিং ওয়েবসাইটগুলোতে চষ্টো করতে লাগল ম্যাকফারলেনের মেয়ে চিনডি ম্যাকফারলেন ফ্লোরেস। রবিনসনও একইভাবে ওয়েবসাইটের মাধ্যমে তার পারিবারিক পরিচয় জানার জন্য চষ্টো করছিল। পরে তারা তথ্য আদান-প্রদানের মাধ্যমে জানতে পারল রবিনসন ও ম্যাকফারলেন আসলে একই মায়ের সন্তান।

No comments

Powered by Blogger.