ফেনীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

ফেনীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ফয়সলের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ফয়সলের (৩৫) বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। এদিকে ঘটনাস্থলে থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় পাঁচ ডাকাত সদস্য ডাকাতির এমন খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ফয়সাল নিহত হয়। এসময় গুলিবিদ্ধ হয় নুর হোসেন সেলিম নামে আরো একজন। আহত ডাকাতকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য একই  হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত আসামিকে পুলিশে হস্তান্তর করা হবে। নিহত ফয়সালের বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানান অধিনায়ক শাফায়াত জামিল।

No comments

Powered by Blogger.