ন্যায়পাল নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রে ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। তিনি জানান, রিটে ন্যায়পাল নিয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও রাষ্ট্রপতির সচিবকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে। ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। এ নিয়োগ বিষয়ে আইন হলেও সে আইন এখনো কার্যকর হয়নি। ন্যায়পালের কাজ সম্পর্কে ওই আইনের ৬ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয়সহ সকল সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত ও বিচার করবে ন্যায়পাল।

No comments

Powered by Blogger.