মাগুরায় স্ত্রী-সন্তান হত্যার দায়ে ফাঁসি

মাগুরায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৮) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে জেলা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আমিরুলের বাড়ি মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। মাগুরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, ২০১১ সালের ৫ জুন রাত ৯টার দিকে মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম ইট দিয়ে মাথা থেতলে স্ত্রী কবিতা খাতুনকে হত্যা করে। এসময় তার ৫ বছরের শিশু কন্যা জামিলা দেখে ফেললে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখেন তিনি। এ ঘটনায় আমিরুলকে আসামি করে তার শ্বশুর রবিউল ইসলাম মামলা দায়ের করেন। আসামি আদলাতে হাজির হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শুনানি শেষে আদালত আজ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

No comments

Powered by Blogger.