কাশ্মীরে জঙ্গি হামলায় ৭ তীর্থযাত্রী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরে অমরনাথের তীর্থযাত্রী বহনকারী একটি বাসে হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনই নারী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজ্যের অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। রাজ্যটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। খবর এনডিটিভির। পহলগাম থেকে ৫০ কিলোমিটার দূরের একটি উপত্যকার শেষপ্রান্তে গিরিসঙ্কটের মধ্যে অবস্থিত একটি মন্দির পরিদর্শন শেষে ফিরে আসার সময় বিচ্ছিন্নতাবাদীরা বাসটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশ জানায়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা হামলাটি চালিয়েছে এবং এ হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানি জঙ্গি ইসমাইল। হামলার শিকার বাসটি গুজরাটে রেজিস্ট্রি করা। পুলিশ জানায়, বাসটি তীর্থযাত্রার নিয়মাবলী ভঙ্গ করে সন্ধ্যা ৭টার পর মহাসড়ক ধরে যাচ্ছিল। নিরাপত্তাজনিত কারণে এই সময়ের পর তীর্থযাত্রীবাহী কোনো যানবাহনের মহাসড়ক ধরে চলাচল নিষেধ। বাসটি অমরনাথ যাত্রার সরকারি ট্যুরেরও অংশ ছিল না বলে জানা গেছে। এর অর্থ বাসটির জন্য বাধ্যতামূলক কোনো পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল না। বিচ্ছিন্নতাবাদীরা প্রথমে পুলিশের একটি সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে সাঁজোয়া গাড়ি থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা বেপরোয়া গুলিবর্ষণ শুরু করলে তীর্থযাত্রীরা তার শিকার হন। এক যাত্রী বলেন, ‘গোলাগুলি শুরু হওয়ার সময় আমরা ঘুমিয়ে ছিলাম, দুই পাশ থেকেই গুলি শুরু হয়। সেখানে কতজন ছিল তা জানি না আমরা।’ এর আগে একই বিচ্ছিন্নতাবাদীরা ঘটনাস্থল থেকে ৬০০ মিটার দূরের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতেও গুলিবর্ষণ করেছিল বলে জানা গেছে। একে ‘সন্ত্রাসী হামলা’ বর্ণনা করে এর তীব্র নিন্দা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘কাপুরুষোচিত এসব হামলার কাছে’ ভারত কখনও নতি স্বীকার করবে না বলেও জানান তিনি। ৪০ দিনব্যাপী দক্ষিণ কাশ্মীরের পর্বতমালার উঁচুতে অবস্থিত অমরনাথ গুহামুখী যাত্রাটি ২৮ জুন শুরু হয়েছে। এই যাত্রা উপলক্ষে স্যাটেলাইট ট্র্যাকিংসহ তীর্থযাত্রীদের ও তাদের যাতায়াতের পথগুলোর নিরাপত্তায় ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। শেখ হাসিনার নিন্দা : আমাদের কূটনৈতিক রিপোর্টার জানান, জম্মু ও কাশ্মীরে অমরনাথের তীর্থযাত্রায় সোমবারের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক জানান। তিনি আহত পুণ্যার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

No comments

Powered by Blogger.