নীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

নীলফামারীতে বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক জামায়াত-শিবিরের ১৩ জনসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে জিআর মামলায় ৮ জন, সিআর মামলায় ৭ জন, অন্যান্য মামলায় ১৬ জন এবং ১৫১ ধারায় একজন রয়েছে। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়,  পুলিশের বিশেষ অভিযানে জামায়াত শিবিরের ১৩ জন নেতাকর্মী আটক রয়েছে। তারা হলো- জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুলল্লাহ কাজী (৪০), পশ্চিম ছাতনাই ইউনিয়েনর আমির জাহেদ আলী (৪২), জামায়াত কর্মী রফিকুল ইসলাম (৪৫), আব্দুল মমিন (৪০), আবুল কালাম (৩৮) ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সক্রিয় শিবির কর্মী সাব্বির আহমেদ (২০),  মাহমুদ আল হাসান (১৮), আবেদ আলী (১৮), তরিকুল ইসলাম (১৯), গোলাম রব্বানী (১৯) আশরাফুল ইসলাম (১৮) রেজাউল করিম (২০) ও আব্দুল্লাহ (১৮)। অপরদিক ১৯ জন আসামি আদালতের ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারতদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস বিরোধী আইন ও চুরি ডাকাতির মামলা রয়েছে।

No comments

Powered by Blogger.