দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরার শেষ কর্মদিবস কাল

সর্বোচ্চ আদালতে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার শেষ কর্মদিবস কাল বৃহস্পতিবার। সুপ্রিমকোর্টের ক্যালেন্ডার অনুযায়ী ৭ জুলাই তার শেষ কর্মদিবস ছিলো। ওইদিন সরকারি সাপ্তাহিক ছুটি হওয়ায় কালই তার শেষ কর্মদিবস। রীতি অনুযায়ী কাল তাকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে বলে সূত্র জানায়।
তিনি হাইকোর্ট ও আপিল বিভাগে দেশের প্রথম নারী বিচারপতি। ১৯৭৫ সালে তিনি বিচার বিভাগে যোগদান করেন। ২০০০ সালে তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়েগ পান। এর দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে তিনি নিয়োগ পান। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগ নিয়োগ পান। বর্ণাঢ্য বিচারিক ক্যারিয়ার কাল শেষ হচ্ছে এ বিচারপতির।

No comments

Powered by Blogger.