এক অ্যাপে সব মেইলসেবা

কাজের প্রয়োজনে অনেক সময় একাধিক মেইল ব্যবহার করতে হয়। এ সব মেইল নিয়ন্ত্রণ করার জন্য আলাদা অ্যাপ ব্যবহার করা কিংবা প্রতিবার ইউজার নাম ও পাসওয়ার্ড লগইন করা ঝামেলার কাজ বটে। এতে অনেক সময় নষ্ট হয়ে থাকে। তবে আপনার ফোনে ব্লুমেইল অ্যাপটি ইন্সটল করা থাকলে এ ঝামেলা থেকে মুক্তি মিলবে। অ্যাপটি ব্যবহার করে একাধিক মেইলসেবা ব্যবহার করা যাবে।
এক নজরে অ্যাপটির ফিচারগুলো :
১. অ্যাপটির মাধ্যমে যে কোনো মেইলসেবা যুক্ত করে মেইল আদান-প্রদান সুবিধা উপভোগ করা যাবে।
২. একই সঙ্গে বিভিন্ন মেইল সেবার একাধিক মেইল যুক্ত করা যাবে অ্যাপটিতে। ফলে একাধিক মেইলের জন্য ভিন্ন অ্যাপ ইন্সটল বা ব্যবহারের ঝামেলা থাকবে না।
৩. এটি আইএমএপি, পিওপি৩, অটো কনফিগারেশন ইত্যাদি সমর্থন করে।
৪. অ্যাপটিতে রয়েছে মেটেরিয়াল ডিজাইন ও ইউজার ইন্টারফেস সহজ। ফলে একাধিক মেইলে সেবা ব্যবহার করেও তা নিয়ন্ত্রণ করা সহজ হবে।
৫. হোম স্ক্রিন থেকে মেইল দেখতে অ্যাপটিতে রয়েছে উইজেট সুবিধা।
৬. মেইল স্ক্রিনক্রোনাইজ করে অফলাইনে পড়ার জন্য সংরক্ষণ করে রাখে অ্যাপটি।
৭. এতে রয়েছে বিভিন্ন মুড। বিশেষ করে রাতের জন্য রয়েছে ডার্ক মুড।
গুগল প্লেতে ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
এ ঠিকানা থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। -আইটি ডেস্

No comments

Powered by Blogger.