কবর থেকে উদ্ধার জীবন্ত সদ্যোজাত

কবর থেকে উদ্ধার হল জীবন্ত সদ্যোজাত শিশু! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবরে প্রকাশ, সোমবার বারওয়ানি জেলার ঘুস গ্রামে কবরস্থানের পাশে খেলা করছিল কয়েকজন বালক। এমন সময়ে তারা একটি শিশুর কান্না শুনতে পায়। সঙ্গে সঙ্গে তারা গ্রামে গিয়ে খবর দেয়। গ্রামের বাসিন্দা ৩২ বছরের শের সিংহ জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন মাটির নিচ থেকে এক শিশুর কান্নার আওয়াজ আসছে। শের সিংহের দাবি, তিনি স্ত্রী-র সঙ্গে মিলে একটি জায়গায় মাটির তাল সরিয়ে জীবন্ত অবস্থায় ওই সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করেন। শের সিংহ বলেন, মাটির মাত্র এক ফুট নিচে কবর দেওয়া হয়েছিল শিশুটিকে। উদ্ধারের পর খবর দেয়া হয় পুলিশ ফাঁড়িতে। পরে, শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার টি এস বাঘেল জানান, শিশুটির বাবা-মার খোঁজ করা হচ্ছে। এদিকে, শিশুটিকে দত্তক নিতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন শের সিংহ ও তাঁর ২৮ বছরের স্ত্রী সুনীতা। জেলা হাসপাতালের শিশু-বিশেষজ্ঞ রূপসিংহ ভাডালে জানান, দেখে মনে হচ্ছে, শিশুটির বয়স ১০ দিন। তিনি বলেন, শিশুর গায়ে পোকার কামড়ের দাগ রয়েছে। এছাড়া, ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছোট্ট প্রাণ। তবে, বিপদের কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

No comments

Powered by Blogger.