ব্রিটেনের সেনাবাহিনীতে ৩৫০ যৌন হয়রানির অভিযোগ

ব্রিটেনের সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গত পাঁচ বছরে ৩৫০টিরও বেশি যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে ৩৬৩টি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এগুলোর মধ্যে ২৮২টি অভিযোগ পুলিশের কাছে পাঠানো হয়েছে।
খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগে সামরিক বাহিনীর সেনা, বিমান ও নৌ- এ তিনটি শাখার মোট ৯৯ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ব্রিটেনের হোয়াইট হল ভুক্তভোগীদের প্রায় ২০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি ওয়ানের প্যানোরামা প্রোগ্রামে সামরিক বাহিনীতে যৌন হয়রানির ওই অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। দীর্ঘ তদন্তের পর বহু সাক্ষী ও যৌন হয়রানির শিকার নারীদের সাক্ষাৎকারের মাধ্যমে ওই প্রতিবেদন তৈরি করেছেন প্রোগ্রাম সাংবাদিকরা। তথ্য আইনের স্বাধীনতার আলোকে যৌন হয়রানির এ সংখ্যা প্রকাশ করেছে বিবিসি। এতে দেখা গেছে, যৌন হেনস্থার অভিযোগের মধ্যে সেনাবাহিনীর ক্যাডেটরা ৫৫ শতাংশ, বিমানবাহিনী ক্যাডেটরা দুই-তৃতীয়াংশ এবং নৌবাহিনীর ক্যাডেটরা ৮ শতাংশের জন্য দায়ী।

No comments

Powered by Blogger.