মুন্সীগঞ্জে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকালে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে এই সংঘর্ষ হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান। নিহত মাসুদ ঢালীর বয়স ২২ বছর। আহতদের মধ্যে গুলিবিদ্ধ মো. তারিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইফুল খান ও ইসলাম দেওয়ানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, এলাকার আধিপত্য নিয়ে পুরনো বিরোধের জেরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া এবং বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের মধ্যে এলাকার কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে আফসারের লোকজন চরমশুরা গ্রামে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

No comments

Powered by Blogger.