কোমি মিথ্যাবাদী : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পদচ্যুত এফবিআই প্রধান জেমস কোমির দাবির ব্যাপারে প্রয়োজনে শপথ নিয়ে কথা বলবেন। ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের সাথে রাশিয়ার গোপন যোগসাজশের ব্যাপারে কংগ্রেসের একটি কমিটিতে কোমি সাক্ষ্য দেয়ার পর এ বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কংগ্রেসে দেয়া সাক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যায়িত করে জেমস কোমি বলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সম্মানহানি করেছেন। এর প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, "আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব।" ট্রাম্প উল্টো কোমিকে মিথ্যাবাদী উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প গত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিশেষ করে মস্কোর সহযোগিতায় নিজের বিজয়ী হওয়ার বিষয়টি অস্বীকার করে এসেছেন। সিনেটের কমিটিতে দেয়া সাক্ষ্যে কোমি আরো বলেন, রাশিয়ার ব্যাপারে তিনি এফবিআই'র প্রধান হিসেবে যে পদ্ধতিতে তদন্ত করছিলেন তাতে অসন্তুষ্ট হয়ে তাকে বরখাস্ত করেন ট্রাম্প। ওই তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্প চাপের মুখে পড়েছিলেন বলে দাবি করেন কোমি। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিশেষ করে মস্কোর সহযোগিতায় ট্রাম্প ক্ষমতায় এসেছেন বলে ডেমোক্র্যাট দল যে অভিযোগ করেছে তা নিয়ে ওই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমেরিকায় তুমুল বিতর্ক চলছে।

No comments

Powered by Blogger.