ন্যাটোর পারস্পারিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির প্রতি যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর পারস্পারিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ। গত মাসে ব্রাসেলসে এক বক্তৃতায় এই জোটের প্রতি সমর্থন দিতে ব্যর্থ হওয়ার পর শুক্রবার তিনি মন্তব্যটি করেন। এদিকে ন্যাটোর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন না থাকার কারণে আটলান্টিক জোটটির ইউরোপীয় অংশীদারদের মধ্যে আশঙ্কা কাজ করছিল। এ অবস্থার মধ্যেই ট্রাম্পের মন্তব্যটি এলো। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘অনুচ্ছেদ পাঁচের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। অবশ্যই আমরা ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে রক্ষা করব।’ ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিসের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মানুষকে নিশ্চিত করতে চাই যে আমাদের অনেক শক্তিশালী বাহিনী রয়েছে। আর এ শক্তিশালী বাহিনীর জন্যে আমাদের প্রয়োজনীয় অর্থ দিতে হবে।’ এর আগে ২৫ মে ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে ২৯ জাতির এই জোটের প্রতি প্রকাশ্যে সমর্থন দিতে ব্যর্থ হন।

No comments

Powered by Blogger.